খোলাবাজার২৪ঃ শনিবার ১৯মে, ২০১৮ঃ যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এক কিশোর একটি শটগান ও রিভলবার নিয়ে তার সহপাঠিদের ওপর হামলা চালায়। এতে ১০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই শিক্ষার্থী।
হামলাকারীর নাম ডিমিত্রিওস পাগুরতিস (১৭)। সে সান্তা ফে উচ্চ বিদ্যালয়ের ছাত্র। খবর বার্তা সংস্থা এএফপি’র।
হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার মৃত্যুদ- হতে পারে।
গভর্ণর গ্রেগ অ্যাবোট বলেন, এই হামলায় ১০ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে।
অ্যাবোট আরো বলেন, বন্দুকধারী যে শটগান ও রিভলবার দিয়ে হামলা চালিয়েছে সেটা তার বাবার।