Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলাবাজার২৪ঃ বুধবার, ২৩মে, ২০১৮ঃ  যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছে। পররাষ্ট্রমন্ত্রীসহ মার্কিন কর্মকর্তারা ‘নিজেদের পছন্দের সরকার বেছে নিতে’ ইরানী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও বলেন, ‘ইরানের জনগণকে নিজেদের জন্য কাক্সিক্ষত নেতৃত্ব বাছাই করা উচিত।’ 
এর আগে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবরোধ আরোপ করা হবে।’ 
তেহরানের বিরুদ্ধে একটি কঠোর পদক্ষেপের খসড়া প্রস্তুত করার একদিন পর তিনি ইরানের জনগণের প্রতি এ আহ্বান জানালেন। 
পোম্পেও সম্প্রতি একই ধরনের মন্তব্য করে আসছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র হিদার নোয়ার্ট বলেন, ‘কোন দেশের সরকারকে পরিবর্তন করা মার্কিন নীতি নয়’ কিন্তু আমরা একথা পরিস্কারভাবে জানাতে চাই যে তেহরানে নতুন সরকারের যুগ শুরু হলে যুক্তরাষ্ট্র তাকে স্বাদরে আমন্ত্রণ জানাবে।