খোলাবাজার২৪.মঙ্গলবার ,১০ জুলাই, ২০১৮ঃ কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আজও আদালতে হাজির না করায় চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তি উপস্থাপন ফের পিছিয়েছে আদালত। পরবর্তী তারিখ আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ওইদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।
এর আগে আজও কারাকর্তৃপক্ষ বেগম খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার মতো শরীরিকভাবে সুস্থ নন মর্মে আদালতে একটি প্রতিবেদন পাঠায়।
অন্যদিকে বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা তার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করে শুনানি করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন একই আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।