Fri. Jul 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ শনিবার ২১ জুলাই, ২০১৮ : গাজায় কট্টর ইসলামপন্থী শাসক হামাস ও ইসরাইল শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার ইসরাইলী এক সৈনিকসহ পাঁচজন নিহত হওয়ার পর উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয় বলে ফিলিস্তিনি দলের এক মুখপাত্র এই কথা জানান। খবর এএফপি’র।
হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, ‘আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’
উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি।
শুক্রবার ফিলিস্তিনিদের গুলিতে সীমান্তে এক ইসরাইলী সৈন্য নিহত হয়। গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরাইলী সৈন্যের প্রাণ হারানোর প্রথম ঘটনা।
এদিকে ইসরাইলী বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।
এছাড়া গাজা-ইসরাইল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়।
ইসরাইল ও হামাস ২০০৮ সাল থেকে তিন তিনবার যুদ্ধে জড়ায়।