খোলাবাজার২৪.বুধবার ০৮ঃআগস্ট , ২০১৮ঃ “বৃক্ষরোপন অভিযান সফল করুন, পরিবেশ বিপর্যয় রোধ করুন।” -এই স্লোগানকে সামনে রেখে গ্রিন ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে মাসব্যাপী দেশজুড়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। কালীগঞ্জ শাখার উদ্যোগে ০৮ আগস্ট ২০১৮ বুধবার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্জ কে এম ইলিয়াছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা শিক্ষা অফিসার নিলুফার জাহান, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রব, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ভাইস
প্রেসিডেন্ট জহুরুল হক, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ কে এম তুষার ও হেড অব পাবলিক রিলেশন্স জালাল আহমেদ।
উল্লেখ্য, দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মাসব্যাপী ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০১৮’ গ্রহণ করেছে। পরিবেশের ভারসম্য বজায় রাখার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার বৃক্ষ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যাংকের শাখা সমূহের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের পাশাাপাশি গ্রাহকবৃন্দের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।


