Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪. শুক্রবার ১৭ আগস্ট ,২০১৮ঃ  ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রবীণ নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় পার্টির নেতৃদ্বয় বলেন, ভারতীয় রাজনীতিতে অটল বিহারী বাজপায়ির ভূমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অত্যান্ত বলিষ্ট ভূমিকা পালন করেন। উপমহাদেশের রাজনীতিতে অটল বিহারী বাজপায়ীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ হবে।