Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

দুর্গাপূজা উদযাপন করতে মুম্বাই থেকে কলকাতায় জুহি চাওলা

খোলা বাজার ২৪, সোমবার,  ১৫ অক্টোবর ২০১৮ঃ ভারতের মুম্বাই থেকে এসে কলকাতায় দুর্গাপূজা উদযাপন করছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। সেখানে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন তিনি।

উজ্জ্বল গোলাপি পোশাক পরে ওপার বাংলার নান্দনিক একটি মন্ডপ ঘুরে দেখেছেন জুহি। এ সময় দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। নিজের এই উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেরি হয়নি তার।

ক্যাপশনে ৫০ বছর বয়সী জুহি লিখেছেন, ‘কলকাতায় দুর্গাপূজার দারুণ একটি মণ্ডপ ঘুরেছি। এখানে এসে আমি ধন্য।’

সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের যৌথ মালিক জুহি। দলটির ‘প্ল্যান্ট অ্যা সিক্স’ পদক্ষেপের অংশ হিসেবে কলকাতায় এসেছেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতিটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কেউ ছক্কা হাঁকালে একটি করে গাছের চারা রোপণ করা হবে।

 

জুহিকে বড় পর্দায় সবশেষ দেখা গেছে ‘চক এন ডাস্টার’ (২০১৬) ছবিতে। এ বছরের ডিসেম্বরে শাহরুখের ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। তার হাতে এখন আছে ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির শুটিং। এতে তার সহশিল্পী অনিল কাপুর ও সোনম কাপুর।