খোলা বাজার ২৪, শনিবার ২০ অক্টোবর ২০১৮ঃ সম্প্রতি জাপানের স্বনামধন্য হিতোতসুবেশি বিশ্ববিদ্যালয় ও হোসেই বিশ্ববিদ্যালয় এগইঅ চৎড়মৎধস এর শিক্ষার্থীদের জন্য আয়োজিত “ইনোভেশন ফর গ্রোথ অ্যান্ড ডিভেলপমেন্ট ইন দ্য ডিভেলপিং কান্ট্রিজ” শীর্ষক সেমিনারে কী নোট পেপার উপস্থাপন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন-উর-রশিদ। ছবিতে তাকে প্রফেসর ড. ইউনেকুরা এবং অন্য শিক্ষার্থীদের সাথে রয়েছেন।