খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি রায় দাবি করে প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া ও বিএনপিকে দূরে রাখতেই এই রায় দেয়া হয়েছে। এই রায়ের ফলে সংলাপ ফলপ্রসুত হবে কিনা সংশয় রয়ে গেল।’
সোমবার (২৯ অক্টোবর) নয়াপল্টনে রায় পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এই রায়ে বিএনপি বিস্মিত ও স্তম্ভিত। এ রায় অস্বাভাবিক ও সরকারের ইচ্ছারই প্রতিফলন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং তাকে রাজনীতি এবং আগামী নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে বেআইনিভাবে সাজা দেয়া হয়েছে। আমরা রায় প্রত্যাখ্যান করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, মঈন খান, ভাইস-চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন, মো. শাজাহান প্রমুখ।