Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,০৫ নভেম্বর ২০১৮ঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ সম্প্রতি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর আলোকে বিভাগীয় সেমিনারে আলোচক হিসেবে  ‘রোডম্যাপ ফর ডেভেলপমেন্ট: প্রোমোটিং সাসটেইনেবল গ্রোথ অব বাংলাদেশ-এজেন্ডা চিটাগাং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে ব্যবসায়ী, শিল্পপতি, বন্দর ব্যবহারকারী, শিক্ষাবিদ, ব্যাংকার এবং গণমাধ্যম ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করেন।

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ তাঁর প্রবন্ধে ২০১৮ সালের সাথে ২০০৯ সালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম ও প্রভাবের তুলনামুলক চিত্র উপস্থাপন করেন। তিনি চট্টগ্রাম অঞ্চলের সাথে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সকল যোগাযোগ সুদৃঢ় করার পরামর্শ দেন। এছাড়া চট্টগ্রামের সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশ, রেল, জল ও স্থলপথে আন্ত:যোগাযোগের পরামর্শ দেন। চট্টগ্রামের শিল্প উন্নয়ন ও জলবায়ু ঝুকি কমাতে বাংলাদেশ সরকার গৃহীত ১০০ বছর মেয়াদী ডেল্টা প্লান বাস্তবায়নে তিনি কিছু নির্দিষ্ট খাতের বাস্তবায়নে গুরুত্বারোপ করেন।