Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮ঃ  রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভার আয়োজন রাজশাহী মহানগর জাতীয় ঐক্যফ্রন্ট। মাঠে দুই পাশের দেওয়ালে টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ছবি সম্বলিত ব্যানার।

দুপুর ১ টার দিকেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জিরো পয়েন্ট, আলু পট্টি মোড়, রানী বাজার মোড়, জাদুঘর মোড়, সোনাদীঘি মোড় ও সাহেব বাজারসহ পুরো শহরে জনতার ঢল নামে।জনসভা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা ছাড়াই জোড় করে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে। তার কি দোষ ছিল, তিনি দেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিলেন। সেজন্য এই সরকার তাকে কারাগারে রেখেছে। কারণ এই সরকার জনগণকে ভয় পায়।

তার ৫ জানুয়ারি প্রহসন করে গায়ের জোরে ক্ষমতায় আছে।সাবেক প্রধান বিচারপতিকে কিভাবে ঘার ঘরে বের করে দিয়েছে তা আপনারা দেখেছেন। সেই প্রধানবিচারপতি লিখেছে যে দেশের প্রধানবিচারপতি ন্যায় বিচার পায় না, সে দেশের জনগণ কিভাবে ন্যায় বিচার পাবে।আপনারা কি আগামী নির্বাচন বেগম খালেদা জিয়াকে ছাড়া হতে দেবেন? ৫ জানুয়ারি নির্বাচন বেগম খালেদা জিয়া বয়কট করার কারণে নির্বাচন হয়নি।এবারও বেগম খালেদা জিয়াকে ছাড়া জনগণ কোনো নির্বাচন হতে দেবে না।

বিএনপির এই নেতা বলেন, সাত দফার আন্দোলন চালিয়ে যেতে হবে, প্রশাসনকে বলতে চাই, আপনারা বাধা দিয়েছেন। কিন্তু রাখতে পারেন না। জনগণের জোয়ার বাধা দিয়ে রাখা যায় না। প্রশাসনকে বলতে চাই, আওয়ামী লীগের সময় শেষ। জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা জনগণের পাশে দাড়ান। যদি না দাড়ান তাহলে জনগণ একদিন আপনাদের কাছে তার কৈফিয়ত দাবি করবে।