Thu. Aug 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪, রবিবার,২৫ নভেম্বর২০১৮ঃ  গতকাল (২৪নভেম্বর-২০১৮ইং) ঢাকার বখ্শীবাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ ভবনে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এবং হামদর্দ বাংলাদেশ-এরচিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন-এর জেলা শাখা প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া বলেন,ইউনানী মেডিক্যাল এসোসিয়েশনএবং দেশীয় চিকিৎসক সমিতির যৌথ উদ্যোগে ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধ বিজ্ঞানের উন্নয়নে কাজ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি অবশ্যই সময়োপযোগি। একই সাথে প্রণীত ওষুধনীতিতে ইউনানী ও আয়ুর্বেদিক ওষুধের উন্নয়ন ও বিকাশে যে প্রতিবন্ধকতা রয়েছে তা নিরসনসহ এই শাস্ত্রের সার্বিক উন্নয়নের স্বার্থসহ ইউনানীও আয়ুর্বেদিক কলেজসমূহের অবকাঠামোগত উন্নয়ন, চাকরিরসুযোগ এবংশিক্ষকদের বেতন ইত্যাদির প্রতি বর্তমান হার্বাল ওষুধবান্ধব সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি।

এসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ.মাহবুবুর রহমান সাকী ইউনানী চিকিৎসাবিজ্ঞানের বর্তমান প্রেক্ষাপটএবংভবিষ্যতকরণীয় সম্পর্কে আলোকপাত করেন এবং দেশের¬বিভিন্ন জেলাশাখা হতে আগতপ্রতিনিধিরমধ্যে বক্তব্য রাখেন হাকীম সাইয়েদ আ.ন.ম. ইয়াহ্ইয়া, হাকীম মোঃআবুল কালাম পাটওয়ারী, হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, হাকীম মোকছেদুল আলম,হাকীম মোঃমনোয়ার হোসেন সোহেল,হাকীম কামরুল ইসলাম নাবাতাতী,হাকীম মোঃ রেজাউলকরিম,হাকীম মোঃ কামরুজ্জামান,হাকীম মোঃআতিকুলইসলাম, হাকীম মোঃআজিজুররহমান মোল্লা, হাকীমএম.এ. কাশেমসিকদার, হাকীমআশরাফুলইসলামলিটন, হাকীম মোঃ মোস্তাফিজুররহমানসবুজ, হাকীম মোঃআব্দুল্লাহআল-মামুন, হাকীমমাওঃ মোঃসিরাজুলইসলাম, হাকীম মোঃফখরুলআলম, হাকীম মোঃশহীদুররহমান, হাকীম মোঃ গোলাম মোস্তফা, হাকীম মোঃইউনুসমিয়া, হাকীম মোঃআতিকুররহমানসিদ্দিকী, হাকীমআশিকুররহমান, হাকীম মোঃ সেকান্দর আলীপ্রমুখ।