খােলাবাজার২৪, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮: মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশব্যাপী হামদর্দের সকল চিকিৎসা ও বিক্রয়কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
হামদর্দ বাংলাদেশ-এর পরিচালক বিপণন ও বিক্রয় হাকীম সাইফউদ্দিন মুরাদ ভূঁইয়ার সভাপতিত্বে হামদর্দ ভবন থেকে সারা দেশব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ উদ্বোধন করেন হামদর্দের পরিচালক অর্থ ও হিসাব এবং হামদর্দ পাবলিক কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মোঃ আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন হামদর্দের কর্মকর্তা-কর্মচারী এবং হামদর্দ পাবলিক কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে হামদর্দ পাবলিক কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবসের এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।