Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার , ২১ জানুয়ারি ২০১৯ঃ নতুন মন্ত্রিসভা গঠনের পর ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় বৈঠক শুরু হয় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বিধি অনুসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকের সভাপতিত্ব করছেন।

জানা গেছে, আজকের বৈঠকে মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্যই উপস্থিত আছেন। বৈঠকের আগে গতকালই মন্ত্রিপরিষদ সদস্যদের প্রতি বৈঠকের এজেন্ডা সংবলিত ব্রিফকেস পাঠানো হয়।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্র্রপতির ভাষণের খসড়া অনুমোদন হতে পারে আজকের বৈঠকে। এ ছাড়া দুই একটি আইনও অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে এ সংক্রান্ত বিফ্রিং করার কথা রয়েছে। ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শাফিউল আলম।

এর আগে গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার ৪৭ জন সদস্য শপথ নেন।