খােলাবাজার২৪,মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯ঃ বিরলরোগে আক্রান্ত ‘বৃক্ষমানব’ আবুল বাজানদারের চিকিৎসায় ফের নতুন করে নয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক প্রফেসার ড. আবুল কালামকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।
প্রকল্প পরিচালক প্রফেসার ড. আবুল কালাম জানান, বাজানদারের চিকিৎসার জন্য নতুন করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার চিকিৎসার জন্য আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে সোমবার বৃক্ষমানব আবুল পুনরায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন।