Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১৪ ফেব্রুয়ারি ২০১৯ঃ এফএসআইবিএল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইউটিলিটি বিল সংগ্রহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এটুআই (এ্যাক্সেস টু ইনফরমেশন) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

একপে পেমেন্ট পোর্টাল এর মাধ্যমে এই লেনদেন সম্পন্ন হবে, একপে হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটুআই-এর একটি প্রকল্প যা গ্রাহকদের সিঙ্গেল পয়েন্ট পেমেন্ট প্লাটফর্ম সুবিধা প্রদান করে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং এটুআই প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব আলী নাহিদ খান ও ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব জনাব এবিএম আরশাদ হোসেন, এটুআই প্রোগ্রাম ম্যানেজার জনাব তহুরুল হাসান, ন্যাশনাল কনসালট্যান্ট জনাব শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অন্যরকম