Sun. Aug 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলাবাজার ২৪, রবিবার ,১৭ ফেব্রুয়ারি ২০১৯ঃ বিদায় নিচ্ছে শীত। তবে এরই মধ্যে প্রকাশ পেয়েছে টালিউড সিনেমা ‘সোয়েটার’র ফার্স্ট লুক। আজ রবিবার মুক্তি পেল শিলাদিত্য মৌলিক পরিচালিত এ সিনেমার ফার্স্ট লুক।

পোস্টারে লাল পোশাকের যে মেয়েটি সোয়েটার বুনছে তার চোখে কীসের যেন ভয়। যেন আত্মবিশ্বাসের অভাব তার। মেয়েটি অর্থাৎ অভিনেত্রী ইশা সাহা। এই সিনেমার ‘টুকু’।
‘টুকু’ আন্ডার কনফিডেন্ট, কনফিউজড। কী করা উচিত, কী করবে না, সব সময় ভাবছে সে। বাবা-মায়ের অবহেলা পেয়েছে। এ হেন ‘টুকু’ প্রেমও করে। সেখানেও প্রেমিক কন্ট্রোল করে তাকে। আসলে সকলেই মেয়েটিকে ডমিনেট করার চেষ্টা করে। এর পর এক অদ্ভুত শর্ত নিয়ে অদ্ভুত বিয়ের সম্বন্ধ আসে টুকুর। সেখান থেকে শুরু হয় ‘সোয়েটার’-এর জার্নি।
ইশা ছাড়াও শ্রীলেখা মিত্র, জুন মালিয়া, সিধু, খরাজ মুখোপাধ্যায়, ফারহান ইমরোজ, অনুরাধা মুখোপাধ্যায়, সৌরভ দাশের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই সিনেমা। প্রযোজনার দায়িত্বে পিএএস এন্টারটেনমেন্টস্ এবং প্রমোদ ফিল্মস্।

অন্যরকম