Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২৬ফেব্রুয়ারি ২০১৯ঃ ভোর থেকেই মেঘলা আকাশ। থেকে থেকে মেঘেদের গর্জন। এরপর সাড়ে ৫টার দিকে শুরু হয় বৃষ্টি। খুব জোরে না নামলেও প্রায় আধা ঘণ্টাব্যাপী এ বৃষ্টি প্রকৃতিকে শীতল করে দেয়। সকাল পৌনে ৮টার দিকে আবার নামে বৃষ্টি।

তবে এবার ঝুম বৃষ্টি নামে। বৃষ্টি আর বিদ্যুৎ চমকানোতে কেঁপে ওঠে ঢাকার আকাশ। মঙ্গলবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি চলছিলো।

এদিকে, সাঁঝ সকালের মুষলধারে বৃষ্টি রাজধানীতে নিয়ে এসেছে সীমাহীন ভোগান্তি। তুমুল বৃষ্টিতে সকাল বেলায় সন্ধ্যার আঁধার, লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। একদিকে অতিবর্ষণ, অন্যদিকে গণপরিবহন সঙ্কট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী।  আবার সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন অনেকে।

সকালের এ বৃষ্টিতে কর্মস্থলে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও একই অবস্থা। সঙ্গে থাকা অভিভাবকরাও নিরুপায়।

এদিকে, বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন রাস্তায় পানি জমে যায়। এতে ভোগান্তি চরমে উঠে।

পোস্তগোলা, জুরাইন, দোলাইপাড়, ওয়ারী, গুলিস্তান, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন এলাকা ঘুরে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে।

সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অফিসগামী মানুষ বাস বা অটোরিকশার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় অপেক্ষার পর কেউ কেউ গাড়িতে উঠতে পারলেও বাকিরা উপায় না দেখে হেঁটেই নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন। তবে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তা-ড্রেন খোঁড়াখুঁড়ির কারণে হেঁটে রওনা দেয়াও দুষ্কর হয়ে পড়ছে।