Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৮৩তম জন্মবার্ষিকী আজ

খােলাবাজার ২৪,মঙ্গলবার,২৬ফেব্রুয়ারি ২০১৯ঃ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ের নূর মোহাম্মদ শেখের ৮৩তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৩৬ সালের এদিনে তিনি নড়াইলের সদর উপজেলার (মহিখোলা) বর্তমান নূর মোহাম্মদ নগরে জন্মগ্রহণ করেন।

দিবসটি পালন উপলক্ষে নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসক ও নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, র‌্যালি ও মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, গার্ড অব অর্নার প্রদান, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন ইস্ট পাকিস্থান রেজিমেন্টে যোগদান করেন এবং কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষে একই বছরের ৩ ডিসেম্বর দিনাজপুর সেক্টরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৭০ সালের ১ জুলাই যশোর সেক্টর হেড কোয়ার্টারে বদলি হয়ে আসেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকালে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙ্গালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদ যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখযুদ্ধে শহীদ হন। পরবর্তীতে নিকটবর্তী একটি ঝোঁপের মধ্যে এই বীরের মৃতদেহ পাওয়া যায়।