দিবসটি পালন উপলক্ষে নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসক ও নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, র্যালি ও মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, গার্ড অব অর্নার প্রদান, বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
নূর মোহাম্মদ ১৯৫৯ সালের ১৪ মার্চ তৎকালীন ইস্ট পাকিস্থান রেজিমেন্টে যোগদান করেন এবং কৃতিত্বের সঙ্গে প্রশিক্ষণ শেষে একই বছরের ৩ ডিসেম্বর দিনাজপুর সেক্টরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৭০ সালের ১ জুলাই যশোর সেক্টর হেড কোয়ার্টারে বদলি হয়ে আসেন। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধকালে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ ৮ নং সেক্টরে সাবেক ইপিআর ও বাঙ্গালি সেনাদের নিয়ে গঠিত একটি কোম্পানিতে যোগদান করেন।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর নূর মোহাম্মদ যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এক সম্মুখযুদ্ধে শহীদ হন। পরবর্তীতে নিকটবর্তী একটি ঝোঁপের মধ্যে এই বীরের মৃতদেহ পাওয়া যায়।