খােলাবাজার ২৪,শুক্রবার, ১৫ মার্চ ২০১৯ঃনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি মসজিদে বন্দুকধারীর হামলার মধ্যে পড়েছিল সফররত বাংলাদেশ টিম। এই হামলায় বহু হতাহত হলেও টিম টাইগাররা সবাই নিরাপদে আছেন।
জানা গেছে, হেগলি পার্কে অনুশীলন শেষে মাহমুদউল্লাহরা মসজিদটিতে জুমার নামাযের জন্য যান। ঠিক তারা যে মুহূর্তে মসজিদে প্রবেশ করবেন, তখনই গোলাগুলি শুরু হয়।
হামলার পর নিজেরা নিরাপদে আছেন বলে একাধিক খেলোয়াড় তাদের ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন।
একইসঙ্গে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। এদের মধ্যে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, ‘ক্রাইস্টচার্চ মসজিদে হামলার সময় আল্লাহ আজ আমাদের রক্ষা করেছেন… আমরা অত্যন্ত ভাগ্যবান। আল্লাহকে ধন্যবাদ।’
তিনি আরও লেখেন, ‘আমরাও কাছাকাছি (মসজিদের) ছিলাম এবং এ ধরনের অভিজ্ঞতা যেন আর না হয়। আমাদের জন্য দোয়া করবেন।’