খােলাবাজার ২৪,শনিবার, ১৬ মার্চ ২০১৯ঃ গত ১৪ মার্চ ২০১৯ তারিখে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাসে (হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ) হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ ĺর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া (রাসেল)। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপার্চায অধ্যাপক ড. মোঃ আবুল খায়ের, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ নুরুল হুদা, সকল অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ জামাল উদ্দিন ভূঁইয়া (রাসেল) সংক্ষেপে হামদর্দ এর ইতিহাস এবং দর্শন নিয়ে আলোচনা করেন। তিনি বিশ^দ্যিালয়ের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আলোচনা করেন এবং বলেন যে, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ সকল বেসরকারি বিশ^বিদ্যালয়ের মধ্যে সেরা। তিনি বলেন হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে আলোকিত মানুষ গড়া। যারা আমাদের দেশ ও সমাজের জন্য মানব কল্যাণমূলক কাজ করবে। পরিশেষে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান যে, তারা যেন হামদর্দ এর দর্শনকে লালন করে দেশ ও জাতির সেবায় ব্রত হয়।
সভাপতির বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ĺবং সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি হামদর্দ বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন এবং যাদের অবদান ছিল তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন এবং বলেন খুব শিগ্রই বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। তিনি আরো বলেন যে অমাদের সকলকে একসাথে কাজ করতে হবে তা হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।
আলোচনা সভা শেষে বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূইয়া’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।