বর্ষীয়ান এই অভিনেতা দীর্ঘদিন ধরেই ক্যানসারের পাশাপাশি কিডনি সমস্যায় ভুগছিলেন। কিছু দিন আগে খানিকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর ১টায় তার মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে রাখা হয়। সেখানে সহশিল্পী ও কলাকুশলীরা শেষ শ্রদ্ধা জানান।
নাটক-সিনেমার পাশাপাশি যাত্রাশিল্পেও অনন্য অবদান রেখেছেন রমেন রায়। কাজ করেছেন তপন সিনহা, গৌতম ঘোষের মতো গুণী পরিচালকদের সঙ্গে।
রয়েন রায়ের উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘সবুজ দ্বীপের রাজা’, ‘অগ্নিসংকেত’, ‘সাথী’, ‘ভাঙা গড়া’, ‘আবার অরণ্যে’।