Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, রবিবার, ২৪মার্চ ২০১৯ঃ ২৩ মার্চ, ২০১৯ তারিখে সাভারের বিকেএসপি-তে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

এই প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা ওয়ারিয়র্সকে ৮ উইকেটে পরাজিত করে চট্টগ্রাম নাইটস্। চট্টগ্রাম নাইটস্-এর মোঃ জাহাঙ্গীর আলম অপরাজিত ৪৫ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং শাবিবুল আজম সর্বোচ্চ ৪৭ রান করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমান, প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধঅন জনাব এস. এম. নজরুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।