খােলাবাজার ২৪,রোববার,৩১মার্চ ২০১৯ঃ গত ৩০ মার্চ ২০১৯, শনিবার চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটের কুসুমপুরায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ডঃ মামুন উর রশিদের উদ্যোগে স্থাপিত প্রিন্সিপাল ফজল আহমেদ ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী, ইউনেকোরা স্কলারশিপ এর স্পন্সর জনাব মোহাম্মদ আব্বাস উদ্দীন এর সৌজন্যে প্রফেসর ইউনেকোরা স্কলারশিপ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ও টোকিওর হিতোতসুবাসি ইউনিভার্সিটির অধ্যাপক শিচিরো ইউনেকোরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ডঃ মামুন- উর- রশিদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গ্লোবাল এডুকেশন, জাপান এর সিইও জনাব মিওয়া কাইটো; ই- এডুকেশন, জাপান এর মিস আয়াকো; বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও ইউনেকোরা স্কলারশিপ এর স্পন্সর জনাব মোহাম্মদ আব্বাস উদ্দীন; স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এসএভিপি ও হেড অব আইটি ইনফ্রাস্ট্রাকচার জনাব মোশাররফ হোসেন খান; ই- এডুকেশন বাংলাদেশের কো-ফাউন্ডার, জনাব মাহীন মতিন; জনাব ক্যাপ্টেন কাদের মাহমুদ প্রমুখ।