Fri. Oct 24th, 2025
Advertisements
বৈশাখে মিলনের সিঙ্গেলস ‘হাতটা ধরো’

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ঃএস এস মাল্টিমিডিয়া মিউজিকের ব্যনারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আসছে সংগীত শিল্পী মিলনের গায়কীতে সিঙ্গেলস গান হাতটা ধরো

গানটি লিখেছেন সজীব শাহরিয়ার। সুর করেছেন মাহফুজ ইমরান ও সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি।

সম্প্রতি উত্তরা ও ঢাকার মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিওটিতে কাজ করেছেন মডেল মৌ রহমান ও তারেক জামান।

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফ্ল্যাশব্যাক টিম।

পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি এস এস মাল্টিমিডিয়া মিউজিকের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এ প্রসঙ্গে মিলন বলেনগানটির কথাসুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। মিউজিক ভিডিওটি ও দারুণ হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে।