Mon. Oct 20th, 2025
Advertisements

আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ে বন্দুকধরীদের হামলা

খােলাবাজার ২৪,শনিবার, ২০ এপ্রিল ২০১৯ঃ  আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রণালয় ভবনে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। দেশটির রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের পর বন্দুক হামলার ঘটনা ঘটলো।

কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয় ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলছে। আফগান নিরাপত্তাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আশেপাশে বন্দুকযুদ্ধ চলার খবর নিশ্চিত করেছেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের এক ‍কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) সকাল ১১:৪০ মিনিটের দিকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রবেশ পথে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

যোগাযোগ মন্ত্রণালয়ের কাছেই অভিজাত সেরেনা হোটেল। কাবুলে হাতেগোনা যে কয়টি হোটেলে এখনো বিদেশি পর্যটকরা উঠেন সেরেনা হোটেল তার অন্যতম।

দেশটির প্রেসিডেন্ট ভবনও ওই এলাকায়। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হাতাহতের আশঙ্কা করা হচ্ছে।