Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার, ২৯ এপ্রিল ২০১৯ঃ ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড-এর ৪র্থ বিশেষ সাধারণ সভা ও ২৩তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান জনাব সায়েম আহমেদের সভাপতিত্বে ২৯ এপ্রিল ২০১৯ ইং তারিখে যথাক্রমে সকাল ১০:০০ ও ১০:৩০ ঘটিকায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান মহোদয় তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দকে শুভেচ্ছা জানান।

বিশেষ সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০০ কোটি থেকে ১৫০০ কোটিতে উন্নীত করতে হবে। এরই প্রেক্ষিতে ৪র্থ বিশেষ সাধারণ সভায় মেমোরেনডাম এন্ড আর্টিকেলস্ অফ এসোসিয়েশন এর সংশোধন সম্মানিত শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।

বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ারহোল্ডারবৃন্দ ২০১৮ সালের জন্য ১৫০% স্টক লভ্যাংশ (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১.৫টি শেয়ার) প্রদানের অনুমোদন দেয়।

অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জনাব আবেদুর রশিদ খান (চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি অব দ্য বোর্ড অব ডিরেক্টরস), জনাব মোঃ ফখরুল ইসলাম, জনাব মোঃ নাজিম উদ্দিন ভূইয়া, এফসিএমএ (চেয়ারম্যান, অডিট কমিটি অব দ্য বোর্ড অব ডিরেক্টরস) ও জনাব মোহাঃ খোরশেদ আলম সভায় উপস্থিত ছিলেন।

৩১ ডিসেম্বর, ২০১৮ ইং তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের ২০১৮ সালের কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।

২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬,৪৬৮.৮ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৩১১,৯০৬.৮ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৩৪,৫৬২.০ মিলিয়ন টাকা বা ১১.১%। ২০১৮ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমান ২৩১,৫৫৩.৯ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২০৭,২৫৭.৪ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১১.৭%। ২০১৮ সালে ব্যাংকের ডিপোজিট ২৮,৬৭১.৩ মিলিয়ন টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৬২,৪৬৭.৭ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২৩৩,৭৯৬.৪ মিলিয়ন টাকা যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১২.৩%।

ব্যাংক ২০১৮ সালে ট্যাক্স পূর্ববর্তী নীট মুনাফা অর্জন করে ৬,৭৬৩.৬ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ৫,২৯৩.৩ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নীট মুনাফা অর্জন করে ৪,২০১.৪ মিলিয়ন টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ২,৪৫৫.২ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি আয় হয়েছে ২১.০ টাকা যা পূর্ববর্তী বছরে ছিল ১২.৩ টাকা। ইধংবষ ওওও অনুযায়ী ২০১৮ সালের শেষে ব্যাংকের মূলধন ও ঝুঁকিভর সম্পদের অনুপাত দাঁড়িয়েছে ১৫.৬% যা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ১১.৮৭৫% থাকা বাঞ্ছনীয়।

সভা ২০১৯ সালের জন্য কোম্পানীর নিরীক্ষক হিসেবে মেসার্স হোদা ভাসি চৌধুরী এন্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম এন্ড কোং -এর নিয়োগ অনুমোদন করে।