Mon. Oct 20th, 2025
Advertisements
55-55
খােলাবাজার ২৪, রবিবার,১৮আগস্ট ,২০১৯ঃ  হলুদ দিয়ে শুরু হলো ক্রিকেটার সাব্বির রহমানের বিয়ের আনুষ্ঠানিকতা। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি শুরু হয়। রোববার কনেপক্ষের বাড়িতে যাবে বরযাত্রী। ২০ তারিখ হবে বৌভাত। পরে স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন সাব্বির। সেখানে ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করবেন।

এর আগে, ১৬ আগস্ট, শুক্রবার বাবা-মাসহ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন এই ক্রিকেটার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

ইংল্যান্ড বিশ্বকাপের আগেই নতুন জীবনে পা রেখেছিলেন সাব্বির। চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন এই ক্রিকেটার। কিন্তু টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি।

এদিকে বিয়ের অনুষ্ঠানের জন্য বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন তিনি।