Thu. Oct 16th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৭সেপ্টেম্বর,২০১৯ঃ সেপ্টেম্বর ১৭, ২০১৯ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের রাউজান শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জনাব মোঃ হাফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান জনাব এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান জনাব এস. এম নজরুল ইসলাম, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব শাহাজাদা বসুনিয়া, রাউজান শাখার ব্যবস্থাপক জনাব মোঃ হারুন অর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।