Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৪অক্টোবর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১টি পিস্তল, ১টি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। গ্রেপ্তারকৃতরা হলো-শিবপুর উপজেলার কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আরিফ সরকার (৩৬), উত্তর কারারচর এলাকার আবুল হোসেন পাঠানের ছেলে ও পুটিয়া ইউপি সদস্য রোমান পাঠান (৩৩), আশ্রবপুর গ্রামের কালাচাঁন প্রধানের ছেলে সোহাগ প্রধান (২৮), সৈয়দনগর উত্তরপাড়ার হুমায়ুন কবিরের ছেলে জাহিদুল ইসলাম (৩১) ও সৈয়দেরগাঁও এলাকার মৃত সাফির ছেলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন (৩২)। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শিবপুরের পৃথক স্থানে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল। এসময় আরিফ সরকারের নিকট থেকে ২ রাউন্ড কার্তুজসহ ১টি পিস্তল, রোমান পাঠানের নিকট হতে ১টি দেশীয় ১নলা বন্দুক এবং বাকী ৩ জন সোহাগ, জাহিদ ও সুমনের নিকট নিকট হতে ইয়াবা উদ্ধার করা হয়। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধীরা যে কেউ হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।