Sun. Jul 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,১৬অক্টোবর,২০১৯ঃ  শুষ্ক মরু অঞ্চলে পানির অভাব বড় সমস্যা। সেখানে অনেক মানুষের পানি কেনার সামর্থ্যও থাকে না।

এই মরুর বুকে কুয়াশার পানি কাজে লাগাতে অসাধারণ এক প্রণালী গড়ে তুলেছেন পেরুর এক ইঞ্জিনিয়ার। এর ফলে মরুভূমিতেও চাষাবাদ হচ্ছে।

পেরুর রাজধানী লিমার এক দরিদ্র এলাকায় বসবাস করতেন আবেল ক্রুস। প্রায় ২০ বছর আগে কুয়াশায় আচ্ছন্ন এক সন্ধ্যায় ক্রুসের মাথায় এক বুদ্ধি আসে।

তিনি চাদর ও জাল দিয়ে কুয়াশাকে ধরে রাখার কাজ শুরু করেন। ক্রুস বলেন, বাতাস জালের মধ্য দিয়ে গলে যায়, শুধু ক্ষুদ্র বিন্দু থেকে যায়। সেই বিন্দুগুলো চ্যানেলের মাধ্যমে আধারে জমা হয়।

তার জমিটি এমনই প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা। সকালে স্বচ্ছ পানিতে ভরে ওঠে আধার। কুয়াশা থেকে জমানো এই পানি দিয়েই বৃষ্টিপাতহীন মরু এলাকায় কমলালেবু, আভোকাডো ও আঙুর চাষ করছেন কার্লস সাপাটা। তিনি বলেন, পাহাড়ের উপরে সবচেয়ে বেশি কুয়াশা থাকে।

সেখানে কুয়াশা ধরার অনেক আধার রাখা গেলে আরও পানি পাওয়া যাবে। এই প্রকল্পের মাধ্যমে ক্রুস বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। ডয়চে ভেলে।

অন্যরকম