Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার,০১নভেম্বর ,২০১৯ঃ ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের আয়োজনে ৮ নভেম্বর সঙ্গীত মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্টসেল, আর্বোভাইরাস, পাওয়ারসার্জসহ ৮টি ব্যান্ড। দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যেগ হিসেবেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

এ প্রসঙ্গে আর্টসেল ব্যান্ডের লিড ভোকাল লিংকন ডি কস্তা বলেন, ‘আমাদের দেশে ব্যান্ড সঙ্গীতের সংস্কৃতি অনেক পুরনো। তরুণ শিল্পীদের অনুপ্রেরণা যোগানোর জন্যই গান করি আমরা। অনেকদিন পর রাজধানীতে এতগুলো ব্যান্ডকে নিয়ে কনসার্ট আয়োজন আমাদের সাহস দেয়। আশা করছি আমরা রকারোলায় শ্রোতাদের খুব ভালো সময় উপহার দিতে পারবো।’

কনসার্টে বাকি ব্যান্ডগুলোর মধ্যে মেকানিক্স, ট্রেইনরেক, ডট অন্যতম। কনসার্টটি অনুষ্ঠিত হবে কাওরান বাজারের টিসিবি অডিটোরিয়ামে। টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।