Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪, শুক্রবার,০১নভেম্বর ,২০১৯ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে সরকারি ছুটির দিনেও অনির্দিষ্টকালের জন্য ডাকা সর্বাত্মক ধর্মঘট ও অবরোধের ৬ষ্ঠ দিন চলছে।

শুক্রবার সকাল থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে অবরোধ করে রাখেন।

এতে করে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব সাপ্তাহিক ও সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা। অবরোধের কারণে কোনও শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে পারেনি।

টানা এ অবরোধে গত ছয় দিন যাবত বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।