Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃপিরোজপুর প্রতিনিধি : ‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষন দূর্যোগ মোকাবেলায় সর্বোত্তম’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সাংবাদিকসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা অগ্নিনির্বাপক বা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রন করতে হয় তা হাতেনাতে সকলকে দেখান। সপ্তাহব্যাপী এ কর্মসূচির মধ্যে জেলা ও উপজেলায় পর্যায়ে মহড়াসহ বিভিন্ন অনুষ্ঠান অন্তর্ভূক্ত রয়েছে।