Tue. Oct 21st, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার,০৬নভেম্বর,২০১৯ঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে পরিবেশবান্ধব বিনিয়োগে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পুনঃঅর্থায়ন স্কীম এর আওতায় অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর, ২০১৯ বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার মোর্শেদ মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, শাব্বির আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপ মহাব্যবস্থাপক মোঃ সালাহ উদ্দীন ও যুগ্ম পরিচালক তানিয়া রোখসানা উপস্থিত ছিলেন।