Sat. Oct 25th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,সোমবার,১৮নভেম্বর,২০১৯ঃ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুইদিন ব্যাপি “প্রিভেনশন অব মানি লন্ডারিং এন্ড টেরোরিষ্ট ফিন্যান্সিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত (১৭ নভেম্বর ২০১৯) শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র রিসার্চ এন্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারী এ কে এম নুরুল ফজল বুলবুল । এ সময় আরো উপস্থিত ছিলেন স্যোসাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, এনসিসি ব্যাংকের পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম এবং (বিএবি) এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত কর্মশালায় বিভিন্ন বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।