Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,২১নভেম্বর,২০১৯ঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে এ সংঘর্ষ হয়।

ভারপ্রাপ্ত প্রক্টর পরেশ চন্দ্র বর্মন জানান, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’টি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সে সময় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। কিন্তু পরে রাত১০টার দিকে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও বাকিদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।