Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,০২ডিসেম্বর,২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার সকালে শহরের নড়াইলপাড়া এলাকায় এ পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা প্রশাসক বলেন, “বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সোমবার শহরের একটি স্থানে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে আরও কয়েকটি স্থানে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হবে।”
টিসিবির ডিলার আরমান এন্টারপ্রাইজের মালিক তোফাজ্জল হোসেন স্বপন মল্লিক বলেন, “দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পেঁয়াজ ক্রয় করছেন ভোক্তারা।
“প্রথম দিনে এক টন পেঁয়াজ দেওয়া হবে। এরপর থেকে শহরের কয়েকটি স্থানে প্রতিদিন চার টন করে পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান।