Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,মঙ্গলবার,১০ডিসেম্বর,২০১৯ঃনাছরুল্লাহ আল কাফী,পিরোজপুর প্রতিনিধিঃ” বিভেদ নয় ঐক্য চাই, সংঘাত নয় শান্তি চাই” এই স্লোগান নিয়ে, পিরোজপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বরিশাল বিভাগ ও পিরোজপুর জেলা শাখা, বাংলাদেশ মানবাধিকার কমিশন পিরোজপুর জেলা, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইসআরডিএফ) পিরোজপুর, লিগ্যাল এইড উপ-পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখা, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক মায়ের ডাক পিরোজপুর।
এসকল সংগঠন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেন।
এসময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বরিশাল বিভাগ সভাপতি নুরুল্লাহ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাওলাদার, এসময় আরও বক্তব্য রাখেন পিরোজপুর রিপোর্টাস ক্লাব সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বরিশাল বিভাগ সহ-সভাপতি আবু সালেহ শেখ,
সহ-সভাপতি মনির চৌধুরী, প্রচার সম্পাদক নওশেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।