Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১১ডিসেম্বর,২০১৯ঃ নারীরা পুরুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় বলে দাবি করেছেন এক দল গবেষক। সম্প্রতি স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন দাবি করেন। তাদের দাবি, সুন্দরী নারীরা সামনে এলে পুরুষের মানসিক চাপ বাড়ে।

৮৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ৯ বছরের গবেষণা শেষে তাদের দাবি, এ মানসিক চাপ কখনও কখনও এতটাই বেড়ে যায় যে, এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে!

গবেষণায় তারা দেখেছেন, সুন্দরী মেয়েরা কাছে আসার ৫ মিনিটের মধ্যেই ছেলেদের হৃদস্পন্দনের গতি অনেকটাই বেড়ে যায়। এ ৫ মিনিটের মধ্যেই ছেলেদের শরীরে ‘কোর্ট্রিসল’ নামের বিশেষ হরমোনের নিঃসরণ অনেকটা বেড়ে যায়।

এ ‘কোর্ট্রিসল’ হরমোনের মাত্রাতিরিক্ত নিঃসরণের প্রভাবে আমাদের হৃদযন্ত্রের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। এছাড়াও দেখা দিতে পারে ডায়াবেটিস ও নানা রকম স্নায়বিক সমস্যা।