Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১১ডিসেম্বর,২০১৯ঃ মসজিদে নামাজ পড়লে নির্ধাতি ফি দিতে হবে। ফি ছাড়া নামাজ পড়া যাবে না। ইয়েমেনের সানায় এক মসজিদে এমন নোটিশ দিয়েছে হুথি বিদ্রোহীরা!

তাদের নোটিশে বলা হয়েছে, ভোরে নামাজ পড়লে দিতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ টাকা

তবে জুমার নামাজসহ সপ্তাহে অন্যান্য দিনে নামাজে অংশ নেয়া ব্যক্তিদের ৫০ ইয়েমেনি রিয়াল প্রদান করতে বলা হয়েছে।

এছাড়া, রমজানের সময় তারাবি নামাজ আদায় করতে হলে গুনতে হবে ১০০ ইয়েমেনি রিয়াল।

এছাড়া মসজিদে যারা নিয়মিত নামাজ আদায় করেন তাদের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ইয়েমেনি রিয়াল।

এমন নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

তহবে নিউ আরব নিউজ ঐ মসজিদে নামাজ আদায় করলে ফি দিতে হবে এমন খবর প্রকাশ করলেও এর সত্যতা যাচাই করতে পারেনি।