Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,১৪ডিসেম্বর,২০১৯ঃকারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের আজকের নির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হয়েছে।

অনিবার্য কারণে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন না বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা ছিল।

তবে সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্ত পরিবার নাকি কারা কর্তৃপক্ষের তার জানাননি শামসুদ্দিন দিদার।

সবশেষ গত ১৩ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পরিবারের সদস্যরা। এরপর দু’দফা সাক্ষাতের আবেদন করলেও তাদের দেখা করার অনুমতি মেলেনি।

শনিবার সকালে জানানো হয়েছিল, বিকেলে পরিবারের সদস্যরা সাক্ষাতের অনুমতি পেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে সেটি কেন বাতিল করা হলো তা এখনো জানা যায়নি বলে দাবি বিএনপির।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি খালেদা জিয়া। অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।