Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,২২ডিসেম্বর,২০১৯ঃ ভারতে মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য। এই আইন বাতিলের দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থী-শিক্ষক-চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরা।

একপেশে এই আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে একমত টালিউডের দুই শীর্ষ নায়িকা নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।

সম্প্রতি এই আইন বাতিলের দাবিতে যাদবপুর আট বি বাসস্ট্যান্ড থেকে ভবানীপুরে যদুবাবুর বাজার পর্যন্ত র্যা লি করেন মমতা। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পাশে ছিলেন মিমি চক্রবর্তী, অন্য পাশে নুসরাত জাহান।

তৃণমূলের হয়ে পশ্চিমসঙ্গের এই এমপি মমতার পাশে থেকে নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে সোচ্চার রয়েছেন।

১০ ডিসেম্বর রাতে ভারতের লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাসের ভোটাভুটির সময়ে তৃণমূল এমপিদের মধ্যে অনুপস্থিত ছিলেন মিমি ও দেব। দুপুরে বিল পাসের সময়ে যখন ভোটাভুটি হয়, তখন এদের পাশাপাশি দেখা যায়নি নুসরাতকেও। যদিও অভিনেত্রী দাবি করেছিলেন, রাতে বিলের বিরুদ্ধে ভোট দেন তিনি। এ ঘটনার পর মিমি ও নুসরাতের সংসদীয় ভূমিকা নিয়ে প্রশ্নও ওঠে।

তবে সমালোচনাকে পেছনে ফেলে র্যা লিতে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে নুসরাত-মিমিকে। এ দিনের মিছিলে হেঁটেছেন সোহম চক্রবর্তী ও গৌতম ঘোষও।