Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,২২ডিসেম্বর,২০১৯ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি- আহতরা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের ছোড়া গুলিতে আহত হন।

আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৫), একই এলাকার মড়লপাড়া গ্রামের কালুর ছেলে রাজু (২৩) এবং চিল্লাহিপাড়া গ্রামের সাইদুলের ছেলে আনোয়ার (২৬)।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মাসুদপুর সীমান্তে ৪০-৫০ জনের একটি চোরাকারবারি দল মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

এ সময় ভারতের সোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হন। এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা নিলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা ফেনসিডিল ও গরু চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা যায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, একজন আহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জেনেছেন।