Wed. Oct 22nd, 2025
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃ সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০১৯ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার মার্ক রেসিংগার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময়ে ব্যাংকের হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর অ্যাসিস্ট্যান্ট ফাইনান্স এন্ড বিজনেস সাপোর্ট ম্যানেজার মোঃ কামাল হোসাইন মোরশেদ, অ্যাসিসট্যান্ট মার্কেটিং ম্যানেজার মানফুজা মাসুদ চৌধুরী, ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ শরীফুল হক চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় এসবিএসি ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা (প্লাটিনাম) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা ভোগ করতে পারবেন।