খােলাবাজার২৪,মঙ্গলবার,২৪ডিসেম্বর,২০১৯ঃমোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রতিনিধিঃ নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন অপরাধীরা সাবধান হয়ে যান। যদি মনে করেন একবার জামিন পেয়ে রক্ষা পেয়ে গেছেন। কিন্তু না, আপনি যদি ভাল না হয়ে থাকেন তাহলে আপনার কপালে বড় বিপদ আছে। কোন অপরাধী কোথায় আছে, কার কাছে অবৈধ অস্ত্র আছে, কে মাদকের সঙ্গে জড়িত সবই আমার জানা আছে। তাই সাবধান করে দিচ্ছি অপরাধী যেই হন রক্ষা পাবেন না। শিবপুরে কোন অপরাধীর স্থ্ন নেই। মঙ্গলবার সকালে শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় মাঠ অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, মহিলা ভাইসচেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক এ কে এম মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ। পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।