Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬ডিসেম্বর,২০১৯ঃ ক্রিসমাসে বলিউডে পার্টি হবে না তা কি হয়! মঙ্গলবার রাতে বেশ ধুমধাম করে বড়দিন উদযাপন করলেন সাইফ-কারিনা দম্পতি। তাদের মুম্বাইর বাড়িতে এ রাতে বসে তারার মেলা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কারিনার এই পার্টিতে অতিথির তালিকায় ছিলেন- আলিয়া ভাট, রণবীর কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, অমৃতা আরোরা, ইয়ামি গৌতম, করণ জোহর, সারা আলী খান, ইব্রাহিম আলি খান, ভূমি পেডনেকর, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, নোরা ফাতেহি, সঞ্জয় এবং মাহীপ কাপুর।

সাইফ আলি খানের আগের সংসারের দুই সন্তান- ইব্রাহিম আলী খান ও সারা আলী খান  উপস্থিত ছিলেন পার্টিতে
কারিনার বাড়িতে প্রবেশের আগে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেছে অতিথিদের। এ ছাড়া পার্টিতে তোলা ছবিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। এ থেকে বোঝা যায় পার্টি বেশ জমেছিল।

কারিনা, রণবীর, সঞ্জয় কাপুর, মালাইকা এবং আলিয়ার সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে  শেয়ার করেন করণ জোহর
পার্টিতে দেখা গেছে কারিনার স্বামী সাইফ আলী খানের আগের সংসারের দুই সন্তান ইব্রাহিম আলী খান ও সারা আলী খানকে।

এদিকে ‘গুড নিউজ’ ছবির শিল্পীরা ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বলিউডের অনেক তারকা ইনস্টাগ্রামে ক্রিসমাসের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান ভক্তদের। ‘গুড নিউজ’ ছবির শিল্পীরাও জানিয়েছেন ক্রিসমাসের শুভেচ্ছা