Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৬ডিসেম্বর,২০১৯ঃ গোপালগঞ্জে চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গিয়ে অমিত শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাতে গোপালগঞ্জ-সিলনা সড়কের  রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা  ঘটে। নিহত অমিত একই গ্রামের  কুদ্দুস শেখের ছেলে।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন অমিত। রাতে রঘুনাথপুর এলাকায় চলন্ত মোটরসাইকেলে সেলফি তুলতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি খাদে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে অমিতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।