Wed. Oct 22nd, 2025
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৩তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

৫ ম্যাচের চারটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালস। অপরদিকে ৬ ম্যাচের দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ডেবিড মালানের দল।

এছাড়া দলটির নিয়মিত অধিনায়ক দাশুন শানাকা এবং টপ অর্ডার ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়। ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রয়েছেন তারা।

এই দুই ক্রিকেটারের পরিবর্তে অবশ্য উপুল থারাঙ্গা এবং ডেভিড ভিসের সঙ্গে চুক্তি করেছে কুমিল্লা।