Thu. Aug 28th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২৮ডিসেম্বর,২০১৯ঃ সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। প্রেম করছেন তিনি বা বিয়েও করেছেন। এমন গুঞ্জন মিডিয়া পাড়ায় চর্চিত হচ্ছে বহুদিন ধরেই। কিন্তু নুসরাত ফারিয়ার প্রেমিক পুরুষ কে?  এমন প্রশ্নের উত্তর জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই।

গত বছর ফারিয়া বলেছিলেন অডি তার স্বপ্নের গাড়ি। এটা কেনার পরই বিয়ে করবেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয়েছে।  কিন্তু বিয়ের খবর আর দেয়নি  এ নায়িকা। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একজনের সঙ্গে ছবি পোস্ট করে নুসরাত ফারিয়া জন্মদিনের উইশ করেছেন। সেটা নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। অনেকেই বলছেন যাকে নিয়ে পোস্ট করেছেন তিনিই ফারিয়ার ‘বিশেষ মানুষ’ বা প্রেমিক।

ছেলেটির নাম  মি. রাশেদক। ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন সব দিক থেকেই তুমি আমার কাছে যতটা স্পেশাল, তোমার জন্মদিন ততটাই স্পেশাল হোক।

অভিনেত্রীর পোস্টের পর ‘বিশেষ মানুষ’কে নিয়ে অনেক জল্পনা চললেও তেমন কিছু খোলাসা করে বলতে চাননি ফারিয়া। জানিয়েছেন, ‘রাশেদের সঙ্গে ছয় বছর আগে পরিচয়। সে করপোরেট জব করে। আমাদের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর বেশি কিছু এখনই জানানোর নেই।’